UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যেভাবে নারী দলের নির্বাচক থেকে ম্যানেজার হন মঞ্জু

usharalodesk
মে ২০, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : এক সময় বাংলাদেশ জাতীয় দলের পেস ডিপার্টমেন্ট সামলেছেন মঞ্জুরুল ইসলাম। সাবেক এই পেসার বর্তমানে কাজ করছেন নারী দলের সঙ্গে। ২০২০ সালে জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পাওয়া মঞ্জুর ধীরে ধীরে দলটির ম্যানেজারে পরিণত হন। তবে সাম্প্রতিক সময়ে মঞ্জুর বিরুদ্ধে উঠেছে দলে কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। সে বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নারী দলের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরকালে সেসব অভিযোগ সামনে আসে। যা নিয়ে গত বৃহস্পতিবার (১৮ মে) মিরপুর শের-ই বাংলায় কথা বলেছেন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেন, ‘আমি শুধু একটা জিনিস জানি মঞ্জু হচ্ছে আমাদের প্রধান নির্বাচক ছিল। নারী ক্রিকেটারদের বেশ কয়েকটা সিরিজে আমরা ম্যানেজার দিতে পারিনি, তখন আমাদের কোনো ম্যানেজার ছিল না। সে কারণে মঞ্জুর ম্যানেজার এবং নির্বাচক দুটোর দায়িত্বই পালন করেছে।’

তবে নতুন করে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে পাপন বলেন, ‘এখন একজন ম্যানেজার নিয়েছি, কাকে নিয়েছে আমি ঠিক জানি না, আমি শুনিনি। কিন্তু ম্যানেজার বানানো হলেও, সে নাকি টিমের সাথে যায়নি।’

এদিকে মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ আসার পরই বিসিবি সভাপতি ক্রিকেট পরিচালনা বিভাগকে বলেছিলেন, ‘আমি তার বিরুদ্ধে অভিযোগ শুনেই ক্রিকেট পরিচালনা বিভাগকে জানিয়েছি, যদি সমস্যা থাকে বসে কথা বলতে বলেছি। কারণ এখানে আমি সাংঘর্ষিক কোনো কিছু দেখি না। সব সময় নির্বাচক যেতে পারে, টিম ম্যানেজাররাও যায়।’

পাপন আরও বলেন, ‘এখানে সাংঘর্ষিক কোনো বিষয় নেই। মানে আমরা নতুন একটা কিছু বের করতে রাজি নই যে প্রধান নির্বাচককেই ম্যানেজার হতে হবে, এরকম কোনো কন্ডিশন আমরা নতুন করে চালু করতে চাই না।’

ঊষার আলো-এসএ