পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-সহ পাঁচ নির্বাচন কমিশনার। পদত্যাগের আগে সদ্য বিদায়ী সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, ‘আপনাদের জানাতে চাই, আমিসহ কমিশনারা দেশের পরিবর্তিত অবস্থায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজই পদত্যাগপত্র রাষ্ট্রপতি কাছে জামা দেব। কমিশনের সদস্যরা সংবিধান মেনে দায়িত্ব পালন করে থাকেন।
কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন,
‘নির্বাচন নিষ্পন্ন করা কঠিন কাজ। নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সব দোষ বা দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর এককভাবে আরোপ করা হয়। একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে। কিন্তু সব সময় সব কমিশন অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না। ’
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।
এরই মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।