UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যে ভারতীয় কমেডিয়ানে বুঁদ হয়ে থাকেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু মাঠে নামার আগেই টুর্নামেন্ট শেষ ওয়ে গেছে তার। অনুশীলনে আঙুলে চোট পেয়ে দেশে ফিরতে হয়েছে তাকে।

শনিবার (১২ এপ্রিল) রাতে তিনি দেশে ফিরে এসেছেন। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন বলেন, ‘তারা (করাচি কিংস) যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ কল আমার ওপর ছেড়ে দিয়েছিল যে আমি কী করব। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যাথা হছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া ওরকম একটা টুর্নামেন্ট খেলা খুব কষ্ট।’

চোটে পড়ায় এখন সেরে ওঠার প্রক্রিয়ার সময়টায় অখণ্ড অবসর লিটনের। অবসরে সাধারণত লিটন কী করেন, তা জানিয়েছিলেন দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে। এই উইকেটকিপার-ব্যাটারের ভাষায়, ‘আমি একটু গান-ফ্রিক। গান শুনতে অনেক পছন্দ করি। ফানি টাইপের জিনিস পছন্দ করি, আমি কপিল শর্মার অনেক বড় ফ্যান, আমি ওগুলোতেই ব্যস্ত ছিলাম।’

আর যখন জাতীয় দলের সঙ্গে থাকেন–তখন কীভাবে সময় কাটে লিটনের। সে প্রশ্নের উত্তরও অকপটে দিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার, ‘আমি সোশ্যাল মিডিয়ায় একটু কম থাকি। যখনই কোনো খেলাতে যাই, নিউজও খুব কম দেখি। ওই দিন আমাদের খেলা ছিল সিলেটে। আমি নরমালি রুমে থাকলে কিছু সময় ক্রিকেট নিয়ে চিন্তা করি, বাকি সময় আমি চাই নিজেকে যতটা রিল্যাক্স রাখতে পারি।’

ঊষার আলো-এসএ