UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে শশুর বাড়িতে গিয়ে স্ত্রী ও শালীকে মারপিট

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১১, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

যৌতুকের দাবিতে শশুর বাড়িতে গিয়ে স্ত্রী জামিলা খাতুন মিতু (২৫)কে মারপিট করেছে স্বামী আল-আমিন শেখ। এসময় মারপিট ঠেকাতে এসে স্ত্রীর মামতো বোন মুনিয়া(১৮) কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে ঘটনাস্থল থেতে আত্মীয়স্বজনরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুৃমেক) হাসপাতালে ভর্তি করেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলা জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
খুমেক হাসপাতালের সূত্রে জানা যায়, সোমবার ( ১০ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে উক্ত এলাকায় আল-আমিন শেখ ও তার মা মিলে শশুর বাড়িতে গিয়ে যৌতুকের দাবি করেন। এ সময় কথাকাটাকাটি এক পর্যায়ে আল-আমিন শেখ তার স্ত্রী জামাল খানের কন্যা জামিলা খাতুন মিতুকে মারপিট করে। এ সময় মারপিট ঠেকাতে এগিয়ে আসলে স্ত্রীর মামাতো বোন মুনিয়াকে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে সোমবার রাত পৌনে ১১টায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তারা হাসপাতালের সার্জারি ইউনিট-১ এর (৯+১০) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঊআ-বিএস