UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রকেট হামলায় ইসরায়েলে আহত ৩০

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের উত্তর-পূর্বের দুই শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই হামলায় ৩০ ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের উত্তর-পূর্বে ইসরায়েলি শহর হাশারনে হিজবুল্লাহর রকেট হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছে।

তাছাড়া মধ্য ইসরায়েলের তেল আবিবের উত্তর-পূর্বে আরেক শহর তিরায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইজবুল্লাহর ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ জন আহত হয়েছে।

এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার মেজর জেনারেল ওরি গর্ডিন লেবাননে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনা রেডিও।

টহল দেওয়ার সময় গাড়ি উল্টে তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে গাড়িটি কীভাবে উল্টে গেল তা বলা হয়নি। কমান্ডারকে হাসপাতালে চিকিৎসা শেষে পরে ছেড়ে দেওয়া হয়।

ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে দক্ষিণ লেবাননে এবং ইসরায়েলের উত্তর সীমান্ত লড়াইয়ে এখন পর্যন্ত ৩৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসকে লক্ষ্য করে ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসন শুরু করলে, হামাসের পক্ষ নিয়ে ইসরায়েলে পাল্টা আক্রমন চালায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।