পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে পাইকগাছা উপজেলা প্রশাসন।
এর অংশ হিসেবে সোমবার বিকালে পাইকগাছা পৌর বাজারে জন সচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা করেন।
একই সাথে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে পরামর্শ প্রদান করেন ইউএনও মুহাম্মদ আল-আমিন। এ সময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান।