UsharAlo logo
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে রাকিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

রাউজান কিন্ডারগার্টেন ফোরাম (রাকিফো) এর উদ্যাগে রাকিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেজি থেকে ৫ম শ্রেণির প্রায় ১০০০ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১২.৩০ পর্যন্ত চলে এই বৃত্তি পরীক্ষা।
রাকিফো গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেন সভাপতি শিখা রানী দে, সহ সভাপতি মুহাম্মদ শামসুল আলম, মুহাম্মদ আবুল কালাম,কাজী আবু বকর চৌধুরী, মহাসচিব মু. জাহেদুল আলম জাহেদ, পরীক্ষা নিয়ন্ত্রক টিপু কান্তি দাশ, সহ পরীক্ষা নিয়ন্ত্রক হারাধন মহাজন, সদস্য ফজল করিম, ফেরদৌস বেগম নিশু, রোকেয়া বেগম, সেতুরাজ বড়ুয়া,সুভাষ বৈদ্য, মনিষা সেন, শান্তা বড়ুয়া।
পরিদর্শন করেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাফর আহমদ,নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলম। অতিথি ছিলেন এস এম হক,সুজিত দাশ,মোহাম্মদ ইমতিয়াজ, সমির চন্দ্র দে,এস এম ইউচুপ, মুহাম্মদ জসিম, রয়েল দত্ত, কামরুল ইসলাম,জামসেদ আলম প্রমুখ।
রাউজান কিন্ডারগার্টেন ফোরাম (রাকিফো) এর চেয়ারম্যান শিখা রানী দে বলেন, শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো আরও প্রসারিত হওয়ার জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। ছাত্র ছাত্রীরা উৎসব মূখর পরিবেশে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এতে ছাত্র ছাত্রীদের মেধা বিকাশের পাশাপাশি পরীক্ষা ভীতি দূর হবে।