UsharAlo logo
সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাউজান নোয়াপাড়ায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তপন মেম্বার

ঊষার আলো
জুন ১৫, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাউজান প্রতিনিধি: রাউজানের ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আন্তঃ ইউনিয়ন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ১নং ওয়ার্ড তপন মল্লিক মেম্বার ফুটবল একাদশ।  ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩ টায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার মুখোমুখি হয় ১ নং ওয়ার্ড তপন মল্লিক মেম্বার ফুটবল একাদশ বনাম ৫ নং ওয়ার্ড সোহেল মেম্বার ফুটবল একাদশ।

উত্তেজনা পূর্ণ এই ফাইনাল খেলায় ১ নং ওয়ার্ড তপন মল্লিক মেম্বার ফুটবল একাদশ জয়লাভ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রমুখ। প্রধান অতিথি খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। এই সময় মাঠে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতি লক্ষ্য করা যায়।