UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাউজান নোয়াপাড়ায় নির্বাচনী পথসভা করেছেন ফজলে করিম চৌধুরী

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।ইতিমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে চলছে প্রচার প্রচারণা, গণসংযোগ, পথসভা।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন।তারই ধারাবাহিকতায় এবার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করেছেন নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী।নোয়াপাড়া ইউনিয়নের পথসভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন,সেলিম সাজ্জাদ,এস এম মহসিন,জাফর আহমদ,মঞ্জুর হোসেন,জসিম উদ্দিন,শুভময় দাশ রাজু,সুভাষ কান্তি দে,সেকান্দর হোসেন,সুনিল দাশ,তপন মল্লিক,নুরুল ইসলাম,আব্দুর রশিদ,খোরশেদ আলম,রুবেল বৌদ্য,মোঃ মুরাদ প্রমুখ।
এবিএম ফজলে করিম চৌধুরীর নির্বাচনী গনসংযোগ ও পথসভায় নারী সহ প্রচুর সাধারন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।