UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাউজান নোয়াপাড়া মিয়া মার্কেটের শ্রমিকবৃন্দের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

pial
অক্টোবর ৩১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ৩০ শে অক্টোবর রবিবার গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টার চত্বরে নোয়াপাড়া মিয়া মার্কেটের শ্রমিকবৃন্দের উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল মিয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পথের হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো: জসিম উদ্দীন আযহারী।

বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক ও নোয়াপাড়া ভূমি অফিস জামে মসজিদের খতিব মাওলানা মো: জিল্লুর রশীদ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন, ইউপি সদস্য নূরুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, ইউসুফ উদ্দিন প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)