UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে রাস্তার পাশে পড়েছিল যুবকের মরদেহ

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাঙামাটি শহর থেকে রেয়াজুল হক রাব্বি (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের বনরূপা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা জেলা শহরের বনরূপা এলাকায় রেয়াজুল হক রাব্বি নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওই যুবক শহরের বিএম শপিং কমপ্লেক্স এর প্রগতি সু-স্টোর এর স্বত্তাধিকারী মো. মোজাম্মেলের ছোট ছেলে।রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

ঊষার আলো-এসএ