রাজধানীতে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারী মোট ২০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকাল ১১টার পর থেকে পল্টন, মিরপুর-১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় পল্টন ও ইসিবি চত্বরে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা গলির ভেতরে থেকে ইটপাটকেল ছুড়ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।
আটকের বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির জানান, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
অন্যদিকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম।