UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে কুয়াশার দাপট, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ঊষার আলো
ডিসেম্বর ২৯, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানী। কুয়াশার কারণে পথ চলতে যানবাহনকে জ্বালাতে হচ্ছে হেডলাইট। সেই সঙ্গে বেশ ভালোই অনুভূত হচ্ছে শীত।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টা নাগাদ রাজধানীর মিরপুর, খিলক্ষেত এলাকায় কুয়াশার দাপট দেখা যায়। এদিকে শীত অনুভূত হওয়ায় তা থেকে নিবারণ পেতে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে দেখা যায় লোকজনকে। সকাল ৮টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের।

গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকায় ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বুধবারও (২৮ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়। সে সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, দুই তিনদিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে।

ঊষার আলো-এসএ