UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালকের মৃত্যু

pial
জুন ২, ২০২২ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : রাজধানী ঢাকার কেরানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা এবং ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শরীফ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে কলাতিয়া আটিবাজার রোডের রঞ্জিতপুর বাইতুল আকসা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শরীফের বাড়ি ভোলায়। তিনি সিএনজি অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকার মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে এসেছিলেন শরীফ। ফেরার পথে রঞ্জিতপুর বাইতুল আল আকসা জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় ও চালক ঘটনাস্থলেই নিহত হয়।

কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এসএইস)