ঊষার আলো রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গতকাল ২৩ মার্চ মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ ২৪ মার্চ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
আজ ২৪ মার্চ বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার এসব তথ্য জানিয়েছেন।
ডিএমপির মিডিয়া সেন্টার জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৬৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১২৩ গ্রাম হেরোইন, ২৯ কেজি ৬৬০ গ্রামের ২৫ পুরিয়া গাঁজা, ৭৮৩ পিস ইয়াবা, ৪ ক্যান বিয়ার এবং ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪ টি মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া সেন্টার।
(ঊষার আলো-এম.এইচ)