UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৭১

ঊষার আলো
নভেম্বর ২২, ২০২১ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীতে অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, সোমবার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৩৮৯ পিস ইয়াবা, ৩২২ গ্রাম ৭৮ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল এবং ৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। এঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৫৫টি মামলা দায়ের হয়েছে।

 

(ঊষার আলো-আরএম)