UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

ঊষার আলো
আগস্ট ১৮, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  বুধবার (১৭ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে এক হাজার ৬৭০ ইয়াবা, ১৭৬ গ্রাম হেরোইন, ১২ কেজি ২২০ গ্রাম গাঁজা, আটটি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশি মদ জব্দ করা হয়।আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ