UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঊষার আলো
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মনির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কোনাপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আন্দারচর গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে মনির। বর্তমানে কোনাপাড়া এলাকায় থাকতেন। স্থানীয় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, ভোরে কোনাপাড়ার বাসা থেকে কাজের উদ্দেশে বের হন মনির। পথে কোনাপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ৯৯৯ নাইনের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছেন। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঊষার আলো-এসএ