UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৪

usharalodesk
নভেম্বর ২২, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সকালে মুগদার মাদবর গলি এলাকায় ৫তলা ভবনের নিচতলায় এঘটনা ঘটে। দগ্ধরা হচ্ছে, শেফালী (৫৫), তার মেয়ে প্রিয়াঙ্কা (৩০), প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) এবং ছেলে অরূপ (৫)। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শেফালীর ছেলে পলাশ জানান, আজ সকালে রান্নাঘরে ম্যাচ জ্বালিয়ে চুলায় আগুন দেওয়া মাত্রই বিস্ফোরণ হয়। এতে ৪ জন দগ্ধ হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনকে আনা হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে প্রিয়াঙ্কার অবস্থা বেশি খারাপ। আগুনে তার শরীরের ৭২ শতাংশ পুড়ে গেছে। আর শিশু অরূপের শরীরের ৬৭ শতাংশ পুড়ে গেছে। শেফালীর শরীরের ৩৫ শতাংশ এবং সুধাংশের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

(ঊষার আলো-আরএম)