UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ২৯ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

pial
জুন ১৭, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় ২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ঢাকার বাইরে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

বর্তমানে দেশজুড়ে সর্বমোট ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০১ জন এবং ঢাকার বাইরে ৩ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি-১৭ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬৯০ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৮৬ জন রোগী। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যায়নি।

(ঊষার আলো-এসএইস)