ঊষার আলো ডেস্ক : রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে লাগা আগুনে পুড়ে গেছে দুই এসি বাস। তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ রবিবার (২৫ জুলাই) বেলা ১১টায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, মধুমিতা হলের পেছনের ওই গ্যারেজে সিল্কলাইনের ২টি বাস রাখা ছিল। হঠাৎ ১টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুনটি অপর বাসে ছড়িয়ে পড়ে। এতে সিল্কলাইন পরিবহনের ২টি এসি বাস পুড়ে গেছে।
(ঊষার আলো-আরএম)