UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর মুগদা হাসপাতালে আগুন

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল ভবনের ৬ তলায় এ অগ্নিকান্ড হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছে ওই হাসপাতালের ৫ জন কর্মী। এদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিস্ফোরণ থেকেই এ আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগ বা আইসিটিতে যন্ত্রপাতি প্রতিস্থাপনের সময় কোনো ত্রুটি থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন রেভানোর কাজ শুরু করে। বেলা ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হলেও পুরোপুরি নেভানো যায়নি। এখনো কার্যক্রম চলছে। নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। তবে আগুন লেগেছে হাসপাতালে ওপরের অংশে। সেখানে রোগী বা লোকজন আটকা নেই বলে জানা গেছে।

(ঊষার আলো-আরএম)