বাগেরহাট প্রতিনিধি : ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে নারী উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন।
বেসরকারী সংস্থা রুপান্তরের সহযোগিতায় মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ) তে বলা হয় রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। অথচ ২০২২ সালও অতিবাহিত হতে চলেছে সংবিধান স্বীকৃত ওই আদেশ বাস্তবায়ন হয়নি। নির্বাচন কমিশন থেকে বারবার তাগিদ দেয়া স্বত্তেও কোন রাজনৈতিক দল এ আদেশ বাস্তবায়ন করছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ৭৭ তম অধিবেশনে তার ভাষনে নারীর অগ্রযাত্রাকে নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে নারী প্রতিনিধিত্ব ৫০ ভাগে উন্নীত করার অঙ্গীকার করেছেন। তাই আমরা ২০২৫ সালের মধ্যে ৩৩ ভাগ বাস্তবায়নের দাবী জানাচ্ছি। নারী উন্নয়ন ফোরাম নারীদের অধিকার প্রতিষ্ঠায় দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভুমিকা পারন করতে স্থানীয় পর্যায়ে কেবল মাত্র প্রতিকী অংশগ্রহন নয় নারীর প্রত্যক্ষ অংশ গ্রহন নিশ্চিত করাসহ ৭ টি দফা বাস্তবায়নের দাবীতে একদিনে ১৬ টি জেলায় একযোগে সংবাদ সম্মেলন করছে।
বাগেরহাটে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলিসহ তুহিনা বেগম, আমেনা বেগম মুক্তা, রেকসোনা বেগম, মুসলিমা বেগম, দুলালী আক্তার ও শিল্পী আক্তার প্রমুখ।