ঊষার আলো রিপোর্ট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩জন ও বাকি ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
আজ ১৭ জুন বৃহস্পতিবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৭জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ১ জন। এর মধ্যে করোনা সংক্রমিত হয়ে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১জন ও নওগাঁর ১ জন এবং উপসর্গে রাজশাহীর ৬ জন ও নাটোরের ১ জন।
সাইফুল ফেরদৌস বলেছেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছে ৪৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন। এছাড়া রামেকে করোনা পজিটিভ নিয়ে ভর্তি রয়েছে ১৬৪ জন ও ১৯৪ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। ৩০৯টি বেডের বিপরীতে মোট ভর্তি আছে ৩৫৮ জন, যা আগের তুলনায় ১৪ জন বেশি।
করোনা টেস্টের বিষয়ে হাসপাতালের উপপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনায় ৭৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৪১.৫ শতাংশ, নাটোরে ১২.৫ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৭.৪৫ শতাংশ।
(ঊষার আলো- এম.এইচ)