মুক্তিযুদ্ধের বাংলাদেশে ‘রাজাকার’ নিয়ে যারা স্লোগান দেবে, তাদের কোনো দাবি মানা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার মধ্যরাতে শাহবাগে অবস্থানরত কোটা রাখার পক্ষে অবস্থান নেয়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জনসমাবেশে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।
এর আগে রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে শুরু করে কোটাবিরোধী মিছিল। তবে কিছুক্ষণ পরেই তারা ছত্রভঙ্গ হয়ে গেলে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।
এসময় কোটার রাখার পক্ষে মিছিল দেয়া সহ শোডাউন দেয় তারা।
সেখানে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির ঠাঁই হবে না বাংলাদেশে।