ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুল হামিদ (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উচালিয়া পাড়ার ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আব্দুল হামিদ ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গতকাল রাত ১১টার দিকে বাসা থেকে বের হন আব্দুল হামিদ। পরে গভীর রাত হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সকালে স্থানীয়রা তার বাড়ির পাশে ধানি জমিতে আব্দুল হামিদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে।
ঊষার আলো-এসএ