UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রান-পাহাড়ে নিউজিল্যান্ড

ঊষার আলো
জানুয়ারি ১০, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছে তারা।

১ উইকেটে ৩৪৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা কনওয়ে দিনের শুরুতেই শতকের দেখা পান। তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর ওয়ানডে মেজাজে ব্যাট করেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ল্যাথাম আউট হওয়ার আগে তারা গড়েন ৭৬ রানের জুটি। মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন ল্যাথাম। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭৩ বলে ২৫২ রান। ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।

ব্লান্ডেল অপরাজিত থাকেন ৫৭ রানে। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। মুমিনুল পান এক উইকেট।