আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মিত বাংলাদেশ-ভারত মৈত্রী কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া কয়লা পরীক্ষার মেশিনটি অবশেষে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মেশিন চুরি ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে প্রথমে চোরদের আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তিতে প্রায় ৪৭ লাখ টাকা মুল্যমানের ওই মেশিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দিন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান মেশিনটি উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছি আমরা। আটককৃতদের নাম পরিচয় বিষয়ে পরে জানানো হবে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তালাবদ্ধ ল্যাব থেকে ৪৭ লক্ষ টাকা মূল্যের কয়লা পরীক্ষার এ যন্ত্রটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) মোঃ অলিউল্লাহ বাদী হয়ে গত ১৬ জানুয়ারি রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।