UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে আরও ১৩ জনের প্রাণহানি

usharalodesk
জুলাই ৩০, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে  আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৬ জন মারা গেছেন। শুক্রবার (৩০ জুলাই) সকালে রামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মৃতদের মধ্যে রাজশাহী জেলার ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর ৩ জন ছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর ৪ জন, নাটোরের ১ জন ও নওগাঁর ২ জন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৯ জন এবং উপসর্গ নিয়ে ২৩৬ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৫১৩টি শয্যার বিপরীতে ৪২৫ জন রোগী ভর্তি ছিলেন।

(ঊষার আলো-আরএম)