ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুন মঙ্গলবার সকাল ৯টা থেকে ১৬ জুন বুধবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
১৬ জুন বুধবার হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে ৫জন করোনায় এবং ৮জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এই ১৩ জনের মধ্যে ৮ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৪জন এবং কুষ্টিয়ার ১জন মারা গেছে। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন মারা গেছে। এদের মধ্যে সর্বোচ্চ ৩জন করে মারা গেছে ১ এবং ১৫ নম্বর ওয়ার্ডে। আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে ২জন করে মারা গেছে। এ ছাড়া ১ জন করে মারা গেছে ২২, ২৫, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে।
এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। এদের মধ্যে ৩ জনই করোনার হটস্পট রাজশাহী জেলার বাসিন্দা। অন্য ২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। উপসর্গ নিয়ে একই দিনে হাসপাতালে মারা গেছে আরও ৮ জন। এদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং কুষ্টিয়ার ১ জন। স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ৩০৫ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৩৪৪ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছে ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১৬২ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৫৫ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ২৭ জনের নমুনায়। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ জন। এই এক দিনে হাসাপাতাল ছেড়েছে ২৩ জন।
১৫ জুন মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১৮৭ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৭ ও রামেক ল্যাবে ১৫২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৪৩ দশমিক ৪৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া নাটোরে ২৫ দশমিক ১৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৪ দশমিক ০৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
এদিকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ ৬ষ্ঠ দিনের মতো রাজশাহী মহানগরীতে চলছে সর্বাত্মক লকডাউন। যা চলবে আগামী ১৭ জুন মধ্য রাত পর্যন্ত।
(ঊষার আলো- এম.এইচ)