রাশিয়ার বার্ষিক বিজয় দিবসের প্যারেডে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বুধবার জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে মোদির অংশগ্রহণ এখনো নিশ্চিত করেনি নয়াদিল্লি।
রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও মিত্র শক্তির হাতে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবারের বিজয় দিবসকে ‘ইতিহাসের সবচেয়ে বড় উদযাপন’ হিসেবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
৯ মে পালিত এই দিবসটি রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনগুলোর একটি, যেখানে রেড স্কয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ, সরঞ্জাম প্রদর্শনী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ থাকে মূল আকর্ষণ।
রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ভারত ইউক্রেন যুদ্ধের পরও মস্কোর থেকে দূরে সরে যাওয়ার জন্য পশ্চিমা চাপ উপেক্ষা করে চলেছে। মস্কোর কাছ থেকে ভারত গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ক্রয় করে এবং সম্প্রতি জ্বালানি আমদানির ক্ষেত্রে রাশিয়া ভারতের অন্যতম প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে—ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বিজয় দিবস উদযাপনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। নির্ধারিত সময়ে আমরা অংশগ্রহণ সংক্রান্ত ঘোষণা দেব।’
উল্লেখ্য, গত অক্টোবরে এক বহুপাক্ষিক সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। এ বছর পরবর্তী সময়ে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সম্ভাবনাও রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই আমন্ত্রণ ও সম্ভাব্য সফর রাশিয়া-ভারত কৌশলগত সম্পর্কের দৃঢ়তা এবং ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় ভারতের ভারসাম্যপূর্ণ কূটনীতিরই প্রতিফলন।
ঊষার আলো রিপোর্ট