UsharAlo logo
শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার জন্য তুরস্ক আদর্শ স্থান: এরদোগান

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনার জন্য তুরস্ক একটি আদর্শ স্থান হতে পারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এরদোগান বলেন, তুরস্ক সবসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে থেকেছে এবং আলোচনা প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

তিনি বলেন, গত তিন বছরে আমাদের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার কারণে, তুরস্ক রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য আদর্শ স্থান হিসেবে রয়ে গেছে।

তিনি আরও বলেন, আংকারার দৃষ্টিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব প্রশ্নাতীত।

এরদোগান উল্লেখ করেন, ২০২২ সালের মার্চে আমরা রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার আয়োজন করেছিলাম এবং কৃষ্ণসাগর শস্য চুক্তির উদ্যোগ নিয়েছিলাম। আমরা বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে সত্যিকার অর্থে কাজ করেছি এবং কিছু বাস্তব ফলাফলও অর্জন করেছি।

এরদোগান বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ অবসানের উদ্যোগ তুরস্কের গত তিন বছরের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা সবসময় এই সংঘাত নিরসনে কাজ করেছি এবং এখনো সেটিই করছি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের অবস্থানের প্রশংসা করে বলেন, কিয়েভ আংকারার নীতির জন্য কৃতজ্ঞ।

তিনি বলেন, তুরস্ক বরাবরই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে দাঁড়িয়েছে এবং আমরা এর জন্য কৃতজ্ঞ। তবে শান্তি আলোচনায় ইউক্রেন এবং ইউরোপের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের অনাথ শিশুদের জন্য ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা ও এমিনি এরদোগান যৌথভাবে একটি প্রকল্প পরিচালনা করছেন। এছাড়া, ইউক্রেন ও তার মিত্ররা যুদ্ধের সময় খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার জন্য কাজ করছে বলে জানান তিনি।

জেলেনস্কি বলেন, এখানে একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে, এবং আমাদের অবশ্যই সিরিয়ার জনগণকে সমর্থন করতে হবে।

এদিকে, তিনি তার আসন্ন সৌদি আরব সফর ১০ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন বলে জানান। জেলেনস্কি বলেন, কোনো আলোচনাই ইউক্রেনকে বাদ দিয়ে হতে পারে না, তাই আমি সফর স্থগিত করেছি।

ঊষার আলো-এসএ