UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার পরমাণু অস্ত্রের মহড়া

koushikkln
অক্টোবর ২৬, ২০২২ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। বুধবার (২৬ অক্টোবর) এ তথ্য প্রকাশ হয়েছে। মহড়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকা বাহিনী অংশ নিয়েছে। আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেটস্ক কসমোড্রোম মহাকাশ বন্দর থেকে ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক এবং বারেন্টস সাগর থেকে সিনেভা ব্যালিস্টিক মিসাইল কামচাটকা উপদ্বীপে ছোড়া হয়। এগুলো নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। মহড়ায় টু-৯৫ স্ট্র্যাটেজিক বোমারু বিমানও অংশ নেয়। আর এই মহড়া তদারকি করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘শত্রুর পারমাণবিক হামলার প্রতিক্রিয়া জানাতে রুশ বাহিনীর প্রস্তুতি এটা।’

ইউক্রেনে গত ২৪ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইতোমধ্যে পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চল ‘গণভোটের’ মাধ্যমে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে নিয়েছে রাশিয়া। পশ্চিমাদের সহায়তায় বিভিন্ন জায়গায় অবশ্য প্রতিরোধও গড়ে তুলছে ইউক্রেন।

ইউক্রেন যুদ্ধ যে পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে সে আশঙ্কা আগেই করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তাইতো অভিযান শুরুর কদিন বাদেই পারমাণবিক শক্তি মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলো সম্প্রতি দাবি করছে, ইউক্রেনে একটি কৌশলগত পারমাণবিক হামলা চালানোর পরিকল্পনা আঁটছে মস্কো। তবে এই অভিযোগ শক্তভাবেই অস্বীকার করে আসছেন পুতিন।