UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিল চীন

usharalodesk
জুলাই ৭, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে চীন। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু এ তথ্য জানিয়েছেন। চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভের সঙ্গে এক বৈঠকের সময় চীনা মন্ত্রী এ ঘোষণা দেন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

তিনি বলেন, বহুমুখী অবকাঠামোর মধ্য থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে।চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে চীন কৌশলগত সমন্বয় বাড়ানোর বিষয়েও আগ্রহী এবং বিভিন্ন খাতে প্রায়োগিক সহযোগিতা জোরদার করতে চায়।মা ঝাউশু বলেন, জি-২০ হচ্ছে এমনই একটি কাঠামো, যেখানে মস্কোর সঙ্গে চীন আরও বেশি সহযোগিতা করতে আগ্রহী।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে ইউক্রেন সংঘাতের কারণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তিনি বৈঠক করবেন না বলে জানিয়েছেন।

ঊষার আলো-এসএ