UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

ঊষার আলো
মে ১১, ২০২২ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২-১৪ এপ্রিল মেঘের উপত্যকা খ্যাত পর্যটনকেন্দ্র সাজেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সফর স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২-১৪ মে ২০২২ রাঙ্গামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছিল। আমরা তাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড় অশনির কারণে মহামান্য রাষ্ট্রপতি এই সফর স্থগিত করেছেন।

ঊষার আলো-এসএ