ঊষার আলো রিপোর্ট : মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২ জুন) আসরের নামাজের পরে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম খান জনি এর সভাপতিত্বে ও ১নং যুগ্ম আহবায়ক খন্দকার ফারুক হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন ও দোয়ায় অংশ নেন খুলনা জেলা বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, ১নং যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক তানভিরুল আজম রুম্মান, জেলা কৃষক দল নেতা শেখ আবু সাইদ, বিএনপি নেতা সাইফুর রহমান, জাহিদুর রহমান রাজু, এস এম রুহুল মোমিন লিটন, রাশেদ কামাল, রকিবুল ফকির, ইমরান আহমেদ, বাহাদুর মুন্সি, বাবুল হোসেন, হারুনার রশিদ, দেলোয়ার, মোঃ ইসমাইল হোসেন খান, মোঃ বাইজিদ, মোঃ নাহিদ হাসান, জাহিদুর রহমান, বাদল, কে এম সুৃমন, নুরুল ইসলাম, কালু, মোশাররফ, বিল্লাল, সুকুর প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)