UsharAlo logo
রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান

ঊষার আলো রিপোর্ট
মে ৩, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রীয় সফরে আজ শনিবার কাতার সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩ মে) তিনি কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরকালে, তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ০৫ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।এদিকে সেনাপ্রধানের কাতার সফরের কদিন আগেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটিতে সফর করে এসেছেন।

ঊষার আলো-এসএ