UsharAlo logo
শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তায় খেলতে গিয়ে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

usharalodesk
অক্টোবর ২০, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: মাদারীপুরের কালকিনিতে রাস্তায় খেলতে গিয়ে ট্রলিচাপায় মো. সামিউল ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে।নিহত সামিউল উপজেলার এনায়েতনগর এলাকার মৌলভীকান্দি গ্রামের কালু সিকদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু সামিউল তার বাড়ির পাশের রাস্তায় একা খেলছিল। এ সময় বালুবাহি একটি ট্রলি এসে পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশু সামিউল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত শিশুর স্বজন মাইনুল জানান, শিশু সামিউলকে অবৈধভাবে একটি ট্রলি চাপা দিয়ে মেরে ফেলেছে। আমরা ওই চালকের বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন জানান, শিশু সামিউলের ট্রলির চাপায় মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঊষার আলো-এসএ