UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রিফাত হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন মিন্নির

pial
মে ৩০, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স :বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি।

বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে সোমবার (৩০ মে) মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে। অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান
এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে আপিল করেন।

নিজের স্বামীকে খুনের পরিকল্পনার দায়ে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর আয়েশা সিদ্দিকা মিন্নিকে ফাঁসির আদেশ দেন বরগুনা জেলা এবং দায়রা আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

রায়ে প্রাপ্তবয়স্ক ১০ জন আসামির মধ্যে মিন্নিসহ ৬ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। পাশাপাশি ৬ জন আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয় ও বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়। তারপর ওই বছরের ২৯ অক্টোবর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

(ঊষার আলো-এসএইস)