ঊষার আলো ডেস্ক : কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনার জের ধরে হামলা-ভাঙচুরের মামলায় রিমান্ডে থাকা ইকবালসহ ৪ জনকে আজ শুক্রবার (২৯ অক্টোবর) আদালতে তোলা হচ্ছে। জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ এই বিষয়টি জানিয়েছেন।
গত ২৩ অক্টোবর ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছিলো। পুলিশ তাদেরকে ২ দিন জিজ্ঞাসাবাদের পর মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। এরপর সোমবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইকবাল ছাড়া বাকি আসামীরা হলেন, ইকরাম হোসেন, হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ। ৪ জনকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডে চাইবেন বলে জানিয়েছেন কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। তিনি বলেন, ‘আমরা ইকবালের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেটি ভালোভাবে যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’
(ঊষার আলো-আরএম)