UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় ওয়ারেন্টভুক্ত পলাতক সন্ত্রাসী গ্রেপ্তার

ঊষার আলো প্রতিবেদক
মে ১৭, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা থানা এলাকা হতে যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, হত্যা, ডাকাতি, বিষ্ফোরক, অস্ত্র, হত্যাচেষ্টা, চুরি ও মাদকসহ মোট ১৯ টি মামলার আসামি এবং ৯ টি মামলায় ওয়ারেন্টভূক্ত যশোরের তালিকাভুক্ত দীর্ঘদিনের পলাতক সন্ত্রাসী সাগর খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি শুক্রবার (১৬ মে ) রাত ১১টার সময় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপালগঞ্জ জেলার কাজলিয়া বাজার এলাকার ফায়েক শেখের ছেলে সাগর শেখকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. সাগর শেখ একজন চিহ্নিত এবং তালিকাভুক্ত সন্ত্রাসী।

ঊআ-বিএস