গরুর মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে শেনেরবাজারে এলাকায় আরিফ হোসেন (২৩) নামে এক কসাই মারা গেছেন। শাহিন (৪৫) নামে এক যুবক গুরুত্বর জখম হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ওসি মো:মাহফুজুর রহমান। তিনি জানান, মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানতে পেরেছি৷ এদু’জন এছাড়া লোকমুখে আরও একজন আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু তার কোন নাম বা খোঁজ আমরা এখনো পাইনি। নিহত আরিফের বাড়ি খুলনা ইকবাল নগর স্কুল সংলগ্ন বকুলতলা এলাকায়। নিহত আরিফ একই এলাকার মোহাম্মদ আলীর পুত্র। লাশ মেডিকেলে নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় আহত সবাই পেশায় কসাই বলে তিনি জানান।
মাংসের পরিমান কম দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে বলে খুমেক হাসপাতালে ভর্তি শাহিনের দাবি। চিকিৎসাধীন শাহিন জানান, সেনের বাজারের আব্দুল্লাহ মোড়ের জহুরের পুত্র কসাই রুবেল গরুর মাংস কম দেওয়ার কারণে শাহিনের ভাগিনা ইদ্রিস জিজ্ঞাসাবাদ করতে গেলে চাপাতি দিয়ে তাকে রুবেল কোপ মারতে গেলে শাহিনের ডান পায়ের উরাতে লাগে। ঘটনাস্থল থেকে তাকে আত্মীয়-স্বজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঊআ-বিএস