UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রেল যোগাযোগ উন্নয়নে কারিগরি সহায়তায় পরামর্শক নিয়োগে চুক্তি

usharalodesk
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরামর্শক সেবা দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ছয়টি যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এই চুক্তির মূল্য ১৯৩ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৫০৬ টাকা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা প্রকল্পের পরিচালক মো. মাহবুবুর রহমান। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

৩০ মাস মেয়াদি এই চুক্তির আওতায় পরামর্শ সেবা দেবে— জাপানের ওরিয়ান্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেড, ফ্রান্সের ইজিআইএস রেল ও মালেশিয়ার এইচএসএস ইন্টিগ্রেটেড এসডিবির সঙ্গে বাংলাদেশি কেএস কনসালটেন্ট লিমিটেড, বাংলাদেশি সোদেব কনসালট ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্ট্যাটেজি কনসালটিং কোম্পানি লিমিটেড, দেব কনসালন্টিং লিমিটেড এবং এসএআরএম এসোসিয়েট লিমিটেড।

ঊষার আলো-এসএ