UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোকে ফেরানোর কোনো পরিকল্পনা নেই: রিয়াল মাদ্রিদ কোচ

ঊষার আলো
আগস্ট ১৮, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জোর গুঞ্জন উঠেছে যে, জুভেন্টাস ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো খুঁজে নেবেন তার নতুন গন্তব্য। তার মধ্যে তাকে নিয়ে একের পর এক খবর আসছে গণমাধ্যমে। সেই তালিকায় রয়েছে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদেরও নাম। কিন্তু রোনালদোকে রিয়াল মাদ্রিদে ফেরানোর কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। এমনটাই জানালেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

তিনি টুইটারে লিখেছেন, ‘ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদের একজন লিজেন্ড ও তার জন্য আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। তবে আমি কখনো তার সাথে আবার চুক্তির কথা বিবেচনা করিনি। আমরা সামনে তাকিয়ে আছি।’

উল্লেখ্য, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো মাদ্রিদে দারুণ নয়টি বছর কাটিয়ে ২০১৮ সালে বিদায় নেন। পরে যোগ দেন জুভেন্টাসে। তবে চুক্তি অনুযায়ী, জুভেন্টাসে এটাই তার শেষ মৌসুম।

(ঊষার আলো-এফএসপি)