UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো বিতর্কে কোনো অনুশোচনা নেই কোচের

pial
ডিসেম্বর ১১, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মরক্কোর বিপক্ষে ১-০ গোলে বিদায়ে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। আফ্রিকার প্রথম দেশ হিসেবে মরক্কো ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠৈছে। ম্যাচের শুরু হতেই বেঞ্চে বসেছিলেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাকে নামানো হয়েছিল ম্যাচের ৫১ মিনিটে। আর পর্তুগাল সমর্থন করেন না এমন ফুটবল ভক্তও হয়তো গতকালকে রোনালদোকে বেঞ্চে দেখতে চাননি। কিন্তু হয়েছে তাই, রোনালদো পরে নামলেও ঘুরে দাঁড়াতে পারেনি পর্তুগাল।

রোনালদোকে পরে নামানোকে নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। তবে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোষ বলেন, ‘রোনালদোকে পরে খেলোনো নিয়ে কোনো অনুতাপ নেই। আমি মনে করি সুইজারল্যান্ডের বিপক্ষে এ দলটাই ভালো খেলেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো দলের সেরা খেলোয়াড়, আর যখন আমরা প্রয়োজন ভেবেছি সে মাঠে নেমে খেলেছে। তাই এই নিয়ে কোনো অনুশোচনা নেই’।

তিনি আরও বলেন, ‘যদি দু’জন মানুষের নাম বলতে হয় যারা বিশ্বকাপ থেকে এমন বিদায়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে- সেই দুইজন হলো রোনালদো ও আমি। অবশ্যই আমরা হতাশ, কিন্তু এটা কোচ ও খেলোয়াড়ের কাজেরই অংশ’। সূত্র : ইএসপিএন।

(ঊষার আলো-এফএসপি)