ঊষার আলো ডেস্ক : উচ্চশিক্ষায় আগ্রহী সকল শিক্ষার্থীদের জন্য ইউরোপিয়ান দেশ রোমানিয়াতে রয়েছে স্কলারশিপের সুযোগ। দেশটির ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি অব ব্রাসভ ২০২১-২২ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ বাদে যে কোনও দেশের নাগরিকরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট আগ্রহী করে তোলা এবং বিশ্ব দরবারে প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়াতেই স্কলারশিপের এই উদ্যোগতি গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীরা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলোতে যোগ দেওয়ার আবেদন করতে পারবেন। স্কলারশিপের আওতায় আসা শিক্ষার্থীরা বেশ কিছু সুবিধাপ্রাপ্ত হবেন।
সেগুলো হলো-
১. রেজিস্ট্রেশন এবং টিউশন ফি সম্পূর্ণ ফ্রি।
২. ডরমেটরিতে বিনামূল্যে আবাসনের সুবিধা।
৩. ৮০০ লেই অথবা ১৭০ ডলারের মাসিক উপবৃত্তি।
আবেদনের যোগ্যতা-
১. বাংলাদেশসহ নন-ইইউ ভুক্ত সকল দেশের নাগরিক
২. অসাধারণ এক একাডেমিক পারফরম্যান্স
আবেদন করতে প্রয়োজনীয় সব কাগজপত্র-
মোটিভেশনাল লেটার, সিভি, তিনটি রিকমেন্ডেশন লেটার। আবেদন করার শেষ তারিখ- ২৭ এপ্রিল, ২০২১।
আবেদন লিঙ্ক- https://tas.unitbv.ro/?page_id=4
আবেদনের বিস্তারিত- https://tas.unitbv.ro
(ঊষার আলো-এফএসপি)