UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রোমানিয়া ছাড়লেন ৪০ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মী

usharalodesk
জুলাই ২, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই মস্কো ও বুখারেস্টের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটছে। এরই জেরে সম্প্রতি ৪০ রুশ নাগরিককে বরখাস্ত করে রোমানিয়া। সেই ধারাবাহিকতায় বুখারেস্টে অবস্থিত রুশ দূতাবাসের ৪০ কূটনীতিক ও কর্মী দূতাবাস ছেড়েছেন।

রেডিও ফ্রি ইউরোপ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ক্রেমলিনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ফ্লাইটে শনিবার (১ জুলাই) বুখারেস্টে ত্যাগ করেন রুশ কূটনীতিক ও দূতাবাসের অন্যান্য স্টাফ। এর আগে গত ৮ জুন রোমানিয়া নাগরিকদের সরিয়ে নিতে মস্কোকে অনুরোধ করে।

এর আগে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ১১ কূটনীতিক এবং দূতাবাসের ২৯ জন কারিগরি-প্রশাসনিক কর্মী পরিবারসহ বুখারেস্ট ত্যাগ করবেন।

রোমানিয়ার সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে বুখারেস্ট বিমানবন্দরে একটি রুশ উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়।

বিমানবন্দর সূত্রের বরাত বলা হয়, শনিবার রাতে রুশ উড়োজাহাজটির বুখারেস্ট বিমানবন্দর ছাড়ার কথা।

রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে সবশেষ এ সিদ্ধান্ত মস্কো-বুখারেস্টের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পর্যায়কে প্রতিফলিত করে।

বুখারেস্টের কর্তৃপক্ষ গত ৮ জুন মস্কোকে এই কূটনীতিক ও দূতাবাসকর্মীদের ফেরত নিতে অনুরোধ করেছিল। এ জন্য তারা মস্কোকে ৩০ দিন সময় বেঁধে দিয়েছিল।

ঊষার আলো-এসএ