UsharAlo logo
শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ঊষার আলো
ডিসেম্বর ২৪, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়া ১নং অগ্নিকাণ্ডের খরব পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করছে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কি কারণে আগুন ধরেছে, সেটি এখনো জানা যায়নি। আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গেছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কাজ করা  কামাল বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করছে।

ঊষার আলো-এসএ