UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

usharalodesk
জুলাই ১৭, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৭ জুলাই) উজবেকিস্তানের তাসখন্দে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে এক বৈঠকে এই সহযোগিতা চান ড. মোমেন। বাংলাদেশের কঠিন সময়ে পাশে থাকার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান তিনি।তাসখন্দে বাংলাদেশ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাশিয়ার পক্ষে নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ এবং ২০২৪ সালে বাংলাদেশে ২টি পরমাণু প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। ২ মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার স্তর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। করোনার ভ্যাকসিনসহ নানা ইস্যু বিশেষত বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের প্রত্যক্ষ সহযোগিতার কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে রাশিয়ার সক্রিয় সহযোগিতার জন্য অনুরোধ করেছেন। ২ দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে এক সাথে কাজ করতে সম্মত হন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে মিয়ানমারকে বাংলাদেশের সাথে সংলাপে উৎসাহিত করবে তারা।

(ঊষার আলো-আরএম)