UsharAlo logo
শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না: ডিজি

koushikkln
অক্টোবর ১, ২০২২ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় থাকলেও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সংস্কারের কোনও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাহিনীটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। শনিবার (১ অক্টোবর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই বিষয়ে জানতে চাইলে র‌্যাবের নতুন ডিজি বলেন, আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। কারণ আমরা এমন কোনও কাজ করছি না যার জন্য র‌্যাব সংস্কার করতে হবে। আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি রয়েছে, আর সেই বিধি-বিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনও কাজ করি না। কাজে সংস্কারের তো প্রশ্নই ওঠে না।
আদৌ তারা সংস্কারের জন্য কোনও লিখিত প্রস্তাব করেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমাদের কাছে কোনও লিখিত প্রস্তাব দেয়নি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আপনার ওপর কতটুকু প্রভাব ফেলবে, চাপ কতটুকু থাকবে? জানতে চাইলে তিনি জানান, একটা নিষেধাজ্ঞা দিয়েছে। আর এটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, ইতোমধ্যেই আমরা সেগুলোর জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা নতুন করে কোনও প্রশ্ন তোলার সুযোগ পায়নি।

কারণ, আপনি বললেন এতগুলো লোক আমার নেই, উধাও হয়েছে তবে আমাদের তো বলতে হবে সেই লোকগুলো কারা? সেগুলো বলা হয়েছে, আমরা সেগুলোর খোঁজ দিয়েছি, কে, কোথায় ও কী অবস্থায় রয়েছে। আমি মনে করি না, এটা বড় কোনও চ্যালেঞ্জ সরকার বা আমাদের জন্য।
আমরা দায়িত্ব পালন করে যাব, এটা সত্য যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে।

(ঊষার আলো-এফএসপি)